ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকা। ঈদের সময় যত এগিয়ে আসছে, মার্কেটে লোকজনের আনাগোনাও ব্যাপকভাবে বাড়ছে।

শুক্রবার (২৯ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র কিছুটা স্বাভাবিক থাকলেও বিকালের পর থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে নিউ মার্কেট ও তার আশপাশের এলাকা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আর অল্প কিছু দিন বাকি। তাই এই সময়ে রাজধানীর নিউ মার্কেটে ক্রেতাসমাগম বাড়ছে। পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন ঈদের কেনাকাটা করতে। ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে, বিক্রেতারা দেখাচ্ছেন একের পর এক পণ্য। ক্রেতার উপস্থিতিতে মুখরিত রাজধানীর নিউ মার্কেট।

শুক্রবার বিকালে তোলা ছবি:

ফুটপাতের দোকানগুলোতেও উপচেপড়া ভিড়

দোকানিরাও বসেছেন বিভিন্ন বাহারি পোশাকের পসরা সাজিয়ে

মার্কেটের বাইরে ফুটপাতগুলোতে বসেছে বেশ কিছু অস্থায়ী দোকানরমজান মাসের শুরুর দিকে বেচাকেনা কম হলেও এখন বেশ ক্রেতা সমাগম ঘটছে নিউ মার্কেট এলাকার বিপণি বিতানগুলোতেতবে গরমে অস্থির থাকতে হয়েছে ক্রেতাদের

বিশেষ করে শিশু ও নারীদের তীব্র গরমে ভোগান্তিতে পড়তে দেখা গেছে

নিউ মার্কেট এলাকার উপচে পড়া ভিড়ের প্রভাব পড়েছে সড়কেও। যানবাহন চলতে হয়েছে ধীর গতিতে

নিউ মার্কেটের ভেতরে ছিল না তিল ধারণের ঠাঁই

ভোগান্তি হলেও আপনজনদের জন্য ঈদের নতুন জামাকাপড় কেনাকাটা করতে পেরে সন্তুষ্ট আগত ক্রেতারা