বাস ভাড়া কমানোর সুপারিশ, মালিকদের দাবি ঈদের পর

ডিজেলের দাম কমায় কিলোমিটার প্রতি ৩ পয়সা করে ভাড়া কমানোর সুপারিশ করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকের আয়োজন করে সংস্থাটি। তবে বাস মালিকদের দাবি ইতোমধ্যে ঈদ যাত্রার ব্যস্ততা বেড়েছে। অনেক টিকিট বিক্রি হয়ে গেছে। তাছাড়া ডিজেলের দাম কমলেও বাসের অন্যান্য খরচ বেড়েছে। তাই আপাতত ভাড়া কমাতে আপত্তি তাদের। ঈদের পরে শুধু তেল নয়, পরিবহনের যন্ত্রাংশসহ অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে নতুন ভাড়া সমন্বয় করার দাবি তাদের।

সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এসব দাবি করেন বাস মালিকরা। বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে সরকার কর্তৃক লিটার প্রতি ডিজেলের মূল্য হ্রাস করার পরিপ্রেক্ষিতে ঢাকাসহ দেশের দূরপাল্লার রুটে ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিমিত্ত ‘বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি’র জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে কিলোমিটার প্রতি তিন পয়সা কমিয়ে দূরপাল্লার গাড়ির পূর্বের ভাড়া ২.১৫ টাকা থেকে কমিয়ে ২.১২ টাকা এবং ঢাকা মহানগরী এলাকায় ২.৪৫ টাকা থেকে কমিয়ে ২.৪২ টাকা করার প্রস্তাব করা হয়।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, শুধু তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ করলে হবে না। বাসের বিভিন্ন যন্ত্রাংশসহ আনুষাঙ্গিক অনেক খরচ বেড়েছে। তাছাড়া রাস্তায় জ্যাম বাড়ায় দীর্ঘ সময় গাড়ি আটকে থেকে তেল পুড়ছে। এই সব কিছু বিবেচনায় নিয়ে তেলের দাম নির্ধারণ করা দরকার।

তিনি দাবি করেন, জ্বালানি তেলের দাম খুব একটা না কমলে বাস ভাড়ায় তেমন প্রভাব ফেলবে না। আর তেলের বারংবার দাম ওঠানামা করলে সেক্ষেত্রে ভাড়া নির্ধারণ নিয়ে একটি যথাযথ সমাধানে আসা প্রয়োজন বলে মনে করেন রাঙ্গা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, নতুন ভাড়া যেটা নির্ধারণ করা হয়েছে তার সঙ্গে এক মত। তবে এই ভাড়া যেন ঈদের পর কার্যকর করা হয়। অন্যথায় যাত্রীদের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, আমাদের ঈদের পর ভাড়া নির্ধারণের যে প্রস্তাব তা মন্ত্রণালয়ে পাঠান। সেখানে বিষয়টা বিবেচনা করে দেখবে বলে আশা করি।

তবে ভাড়া আরও কমানোর দাবি জানিয়ে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, আমাদের দাবি ৫ পয়সা কমানোর। ৩ পয়সা তেমন কোনও প্রভাব ফেলবে না।