বিসের জরিপ

পদ্মা সেতু প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশের আয় বেড়েছে

পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের সদস্যদেরকে প্রশিক্ষণ দিয়েছে সরকার। তাদের মধ্যে ৪২ শতাংশ জনগোষ্ঠীর আয় আগের থেকে বেড়েছে।

মঙ্গলবার (২ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে।

বিসের গবেষণায় ওঠে আসে যে পদ্মা সেতু তৈরির কারণে যারা ভূমিহীন হয়েছেন তাদেরকে ওই অঞ্চলের বিভিন্ন জেলা যেমন শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জে প্রত্যাবাসন করা হয় এবং তাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়।434036451_393011906840364_7553687096608409652_n

গবেষণায় দেখা যায় যে সেতু চালু হওয়ায় আগের ঘাটকেন্দ্রিক পেশাগুলোর গুরুত্ব একদম কমে গেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণার্থীর মধ্যে নারীর সংখ্যা বেশি।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান প্রধান অতিথির বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি বিসের চেয়ারম্যান এ এফ এম গওসোল আযম সরকার সঞ্চালনা করেন।