‘দুর্নীতিবাজরা আগে রাস্তার পাশ দিয়ে হাঁটতো, এখন মাঝ দিয়ে হাঁটে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, আগে দুর্নীতিবাজরা রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, যাতে লোকজন তাদের দেখতে না পায়। আর এখন দুর্নীতিবাজরা দিনের আলোতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। তাই দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে দুদকের প্রধান কার্যালয়ে রি‌পোর্টার্স অ্যাগেইনস্ট করাপশ‌নের (র‍্যাক) স্মরণিকা ‘সুপথ'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি দমনের বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাজরা দুর্নীতি করার পরও নিজেদের দুর্নীতিবাজ মনে করে না। সমাজে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।

দুর্নীতির প্রতিবেদন করতে গিয়ে দুদকের দায়িত্বশীল কোনও কর্মকর্তার বক্তব্য না পাওয়া প্রসঙ্গে একজন সাংবাদিক প্রশ্ন তুললে দুদক চেয়ারম্যান বলেন, আপনারা ষোল আনা বলতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। তারপরও তিনি বিষয়টি বিবেচনায় নেবেন বলেন আশ্বাস দেন।

এ সময় কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন, কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।