দুদিন বন্ধের পর শনিবার থেকে চলবে মেট্রোরেল

ঈদের দুদিন বন্ধের পর আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) থেকে মেট্রোরেল চলাচল শুরু করবে। তবে রমজান মাস উপলক্ষে চলাচলে যে এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, সেটি আর থাকছে না। 

রমজান মাস শুরু আগে গত ২৬ মার্চ মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এসব কথা জানিয়েছিলেন।

মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময় শেষের দিকে এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সর্বশেষ ট্রেনটি ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে। ঈদের পর আগের সময়সূচিতে চলবে মেট্রোরেল।’

এক ঘণ্টা বেশি চলাচলের সক্ষমতা থাকার পরও কেন আবারও সময় কমানো হবে এই প্রশ্নে তিনি বলেছিলেন, ‘রোজার এক মাস দেখবো। যদি শেষের এক ঘণ্টায় পর্যাপ্ত যাত্রী পাই তাহলে ট্রেন ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।’