মুজিবনগর-আমঝুপি নীলকুঠিতে দর্শনার্থীদের ভিড়

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটিতে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর, আমঝুপি নীলকুঠি, ভাটপাড়ার ডিসি ইকোপার্কসহ জেলার বিভিন্ন বিনোদনকেন্দ্রে মানুষের ঢল নেমেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে এসব বিনোদনকেন্দ্রে ঘুরতে এসেছেন ভ্রমণপিপাসুরা।

রবিবার (১৪ এপ্রিল) সরেজমিন দেখা গেছে, দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, আমঝুপি নীলকুঠি ও ভাটপাড়া ডিসি ইকোপার্ক। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে বিনোদনকেন্দ্রগুলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন রিতা আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে এখনও দাঁড়িয়ে আছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। এখানে যখন আসি, মন থেকে ভালো লাগা কাজ করে।’

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে এসেছেন ভ্রমণপিপাসুরা

কুষ্টিয়া থেকে আমঝুপি নীলকুঠিতে সপরিবারে আসেন জাহিদ হাসান। বলেন, ‘ঈদের টানা ছুটি ও পহেলা বৈশাখে স্ত্রী, ছেলেমেয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরে। সে কারণেই এখানে আসা। এসে ভালোই লাগছে। অন্যান্য দিনের চেয়ে মানুষের আনাগোনা বেড়েছে।’

জেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর

চুয়াডাঙ্গা থেকে ভাটপাড়ার ডিসি ইকোপার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন নিঝুম। তিনি বলেন, ‘মেহেরপুরের প্রতিটি বিনোদনকেন্দ্র ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। পরিকল্পনা করেই বন্ধুদের নিয়ে বের হয়েছি। মোটামুটি সব জায়গায় ঘোরা শেষ। এখন মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স দেখতে যাবো।’