সদরঘাটে দুই লঞ্চকে অর্থদণ্ড

রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে নিরাপত্তা ত্রুটি থাকায় দুটি লঞ্চকে অর্থদণ্ড ও একটি লঞ্চের রশি জব্দ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মোবাইল কোর্ট।

রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এবং রফিকুল হক মোবাইল কোর্ট পরিচালনা করেন।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, স্বর্ণদ্বীপ প্লাস এবং বায়েজিদ জুনায়েদ-১ লঞ্চকে উঠা-নামার সিড়িতে রেলিং না থাকায় দুই হাজার টাকা করে মোট চার হাজার অর্থদণ্ড করা হয়েছে এবং পুরাতন রশি ব্যবহারের কারণে সুন্দরবন-১৫ লঞ্চের রশি জব্দ করা হয়।