চাঁদপুর ও ময়মনসিংহে দুদকের অভিযান

পূবালী ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মাসাৎ এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগে দেশের দুটি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ে এবং চাঁদপুর নতুন বাজার পূবালী ব্যাংক শাখায় এ অভিযান চালানো হয়। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দুদককে অবহিত করতে চারটি সরকারি দফতরকে চিঠি দেওয়া হয়।

বুধবার (১৭ এপ্রিল) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি  উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের জন্য ঘুষ লেনদেনের অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় থেকে বুধবার (১৭ এপ্রিল) সেখানে অভিযান চালায় এনফোর্সমেন্ট টিম। অভিযানের সময় দুদক টিম নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে এবং আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করে। যথাযথ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ কমিটিকে পরামর্শ প্রদান করেন দুদক কর্মকর্তারা। এ সময় সেখান থেকে সংগৃহীত তথ্য যাচাই করে দুদক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

একইদিন চাঁদপুর নতুন বাজার পূবালী ব্যাংক শাখার ম্যানেজার গ্রাহকের আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং রেকর্ডপত্র পর্যালোচনা করেন তারা। এছাড়া ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হয়। সেখান থেকে সংগৃহীত তথ্যের আলোকে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।