রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন

রাজধানীর শ্যামবাজার ঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি জানান, আগুনের খবর পেয়ে সদরঘাট নদীর ফায়ার স্টেশন এবং পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।