তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে পুড়ছে মানুষ। রাজধানীর প্রতিটি সড়ক যেন অগ্নিকুণ্ড। কেউ কেউ এমন উত্তপ্ত সড়কে ডিম ভেজেও দেখাচ্ছেন। এমন অবস্থায় তাপ কমাতে প্রতিদিন সড়কে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির ১০টি অঞ্চলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা এই পানি ছিটানোর হচ্ছে। পানি ছিটানোর কাজে ব্যবহার হচ্ছে দুটি স্প্রে ক্যানন এবং ১০টি ব্রাউজার। এতে দৈনিক প্রায় চার লাখ লিটার পানি ছিটানো সম্ভব হয়।

তাপ কমাতে উত্তর সিটি এলাকার সড়কে পানি ছিটানো হচ্ছেডিএনসিসি সূত্র থেকে বলা হয়, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে ছুটির দিনগুলোতেও পানি ছিটানো অব্যাহত থাকবে।

গরমের দিন ছাড়াও শীতের দিনেও সড়কের ধুলাবালি ও বায়ুদূষণ রোধে এসব মেশিন দিয়ে পানি ছিটানো হয়ে থাকে।