নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার

নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুই লাখের বেশি পুলিশ সদস্য দিনরাত আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে। কিন্তু পুলিশের সেবা কেবল আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। সেটি তারা দেখিয়েছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে, ২০১৩ সাল ও পরবর্তী সময়ে করোনাকালে। বর্তমানে হিটওয়েভসহ যেকোনও দুর্যোগে জীবন বাজি রেখে জনসাধারণকে সেবা দিতে কুণ্ঠাবোধ করেননি তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ চেয়েছিলেন, আজকের বাংলাদেশ পুলিশ সেই পুলিশে পরিণত হয়েছে বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘জান-মাল রক্ষায় যেমন পুলিশ প্রয়োজন, তেমনই জীবন সাজাতে প্রয়োজন হয় সংস্কৃতির। জীবন বাঁচাতে ও জীবন সাজাতে সব ক্ষেত্রে পুলিশের অবস্থান। সেই প্রতিজ্ঞা নিয়েই আজ আমাদের এই প্রতিযোগিতার আয়োজন।’

বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। নজরুল সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বপালন করছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী শাহীন সামাদ, নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক সুজিত মোস্তফা এবং কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা ১৫৫ জন প্রতিযোগী ১০টি ক্যাটাগরিতে চূড়ান্ত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হবে শনিবার। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি।