কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে

কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কবির রেবেলের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুর ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী আব্দুল কুদ্দুস রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে মাদকসহ এনামুল কবিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।