গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করেছে সঙ্গীতালয় (একাডেমি অব ফাইন আর্টস)। জন্মজয়ন্তী উদযাপনের অনুষঙ্গ ছিল কবিতা ও গান। শিল্পী মিলন দেব ও আবৃত্তিশিল্পী শোয়াইব আহমদের যুগল পরিবেশনা ‘গানে-কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আয়োজনে দিনটি উদযাপন করা হয়।

বুধবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়।

এরআগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তাপস বর্মন বলেন, ২৫শে বৈশাখ বাঙ্গালির জীবনের একটি মাইলফলক। এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনকে কতটা প্রভাবিত করেছেন। আজকে সেই রবীন্দ্রনাথ বহুবার, বহুভাবে, পৃথিবীর সর্বত্র আলোচিত হয়েছেন। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। কারণ আমরাও তার এই যাত্রায় সঙ্গী হতে পেরেছি। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ। বাঙ্গালির অন্তরে তার বসবাস। রবীন্দ্রনাথের প্রতি আমাদের অভিমান, অভিলাষ, শ্রদ্ধা ও ভালোবাসার কোনও শেষ নেই।received_412619184956274

কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত বলেন, আজ রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মদিন। এখানে এসে দেখলাম, আজকে সকলেই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। এর কারণ হলো রবীন্দ্রনাথকে আপনারা সবাই খুব ভালোবাসেন। রবীন্দ্রনাথ এই দেশে জমিদারি নিয়ে এসেছিলেন এবং ১২ বছর এই দেশে ছিলেন। এ দেশের পানি, মাটি, আলো, বাতাস তাকে আলোড়িত করেছিলেন— সে অনুযায়ী তিনি তার জীবন গড়েছিলেন। তিনি তার নোবেল ভাষণের মধ্যেও বিষয়টি তুলে ধরেছেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘গানে-কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক যুগল পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশ বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব রেহানা পারভীন, বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সহ-সভাপতি ও বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের (বাফা) অধ্যক্ষ খন্দকার খায়রুজ্জামান কাইয়ূম এবং আর টিভির মার্কেটিং বিভাগের প্রধান সুদেব চন্দ্র ঘোষ প্রমুখ।