পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুই কনস্টেবল বরখাস্ত

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দফতর। তারা হলেন– মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।

শনিবার (১১ মে) বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রতন দাস নামে একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন রতন। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (৯ মে) ওই দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এর আগে, এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন ভুক্তভোগী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচারিত হয়।