বঙ্গবন্ধুর সমাধিতে তিন দেশের বিচারপতিদের শ্রদ্ধা

ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এসময় তার সঙ্গে ছিলেন নেপালের প্রধান বিচারপতি ও ভুটানের হাইকোর্টের বিচারপতি।

শুক্রবার (৭ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন ইয়ারগাই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন ইয়ারগাই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য বইয়ে তারা মন্তব্য লিখে সই করেন।

এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।