সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন ও আদালতের ক্রোক করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বুঝে নিয়েছে রিসিভার। আদালতের নির্দেশনা অনুযায়ী, সোমবার (১০ জুন) তারা সেই পার্কে গিয়ে ক্রোক সংক্রান্ত নোটিশও টানিয়ে দেওয়া হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে দুদক কর্মকর্তারা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা গিয়ে সেই রিসোর্ট বুঝে নেন।
দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান জানান, সোমবার (১০ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের নেতৃত্বে তারা সেখানে যান এবং রিসোর্টটির ভেতরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দীনসহ কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৬ জুন) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তির দেখভালের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত রিসিভার নিয়োগের আদেশ দেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এই রিসিভার নিয়োগ করা হয়। গোপালগঞ্জ ও মাদারীপুরের রাজৈর উপজেলায় অবস্থিত স্থাবর সম্পত্তির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করে আদেশ দেন আদালত।