ট্রেনে ঢাকায় আসছে কোরবানির গরু

ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় গরু পরিবহনের জন্য তিনটি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার (১২ জুন) রাতে ইসলামপুর রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে প্রথম ট্রেন। প্রতি বগিতে ১৬টি করে গরু আসছে। সড়কপথে গরু পরিবহনে নানা ধরনের ঝক্কিঝামেলা থাকে। ট্রাকে ঝাঁকুনি লাগে। এতে অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়ে। খরচও হয় ট্রেনের চেয়ে বেশি। এ সব কারণে এ এলাকার ব্যবসায়ীরা এখন ট্রাকের বদলে ট্রেনই বেশি পছন্দ করছেন।

বুধবার রাতে ইসলামপুর রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে প্রথম ট্রেন

ট্রেনে গরু পরিবহনে খরচ কম হয় বলে খুশি ব্যবসায়ীরা

রেলস্টেশন থেকে গরু বাজারে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা

প্ল্যাটফর্মে বেঁধে রাখা হয়েছে গরু

ট্রেন থেকে গরু নামানো হচ্ছে

গরু বেঁধে রাখা হয়েছে

448162983_1740401523157063_4469990969140433887_n

ট্রেনের বগিতে গরু

447749168_861418882698664_5217799005069809642_n

447685772_336393939490723_8890684324964921792_n