প্রেস ক্লাবের সামনে ২ বাসে আগুন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাজাহান জানান, রাত ৮টা ৩০ মিনিটে দুটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে আগুন দেওয়ার সময় প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়েছে।