দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার (১৬ জুলাই) সংঘটিত ঘটনায় ছয় জন নিহত হওয়া এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এদিকে, একই দিনে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে, সরকার ‘দি কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬’ এর ৩ ধারার ক্ষমতাবলে এ তদন্ত কমিশন গঠন করেছে।
কমিশনের কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৬ জুলাই নিহত ছয় জন ব্যক্তির মৃত্যুর কারণ উদঘাটন ও তাহাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা।
তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট কমিশনকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।