বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকোর্টের ৯ বিচারপতির শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন অতিরিক্ত থেকে স্থায়ী হওয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৯ বিচারপতি।

শনিবার (৩ আগস্ট) সকালে ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিচারপতিরা হলেন বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মোহাম্মদ আলী রেজা, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েস, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মোহাম্মদ বশিরউল্লাহ এবং বিচারপতি কে এম রবিউল হাসান।

এ সময় বিচারপতিরা জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।