মেরাদিয়ায় ক্যাবল অপারেটর কর্মীকে গুলি, এএসআই আটক

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বংশাল থানার এএসআই শামীম রেজার গুলিতে আল আমিন (২৫) নামে এক ক্যাবল অপারেটর কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় ওই এএসআইকে আটক করে খিলগাঁও থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

পুলিশশুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত আল আমিনকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তিনজনে এলাকার ডিস বিল সংগ্রহ করি। তবে এলাকা ভাগ করা রয়েছে। পুলিশ শামীম রেজার কাছে যখনই বিল চাইতে চাই, তখনই বলেন অন্যজনের কাছে দিছি। আজ তিনজনে মিলে তার কাছে বিল চাইতে গেছি, যাতে তিনি না বলতে পারেন বিল দিছি। তার কাছে চার-পাঁচ মাসের বিলা পাওনা। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি। আমাদের সঙ্গে ঝগড়া শুরু করেন। পরে তিনি দুই মাসের টাকা দিতে রাজি হন। তখন তাকে বলি, আচ্ছা ঠিক আছে দুই মাসের টাকা দেন। কিন্তু পরে তাও না দিয়ে উল্টো আমাকে গুলি করেন।’
আল আমিনের বাবার নাম ফুল মিয়া। খিলগাঁওয়ের দক্ষিণগাঁওয়ের ৬ নম্বর সড়কে পরিবারের সঙ্গে থাকেন তিনি।
আল আমিনের পিঠে গুলি লেগেছে বলে ঢামেক সূত্রে জানা গেছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম আল আমিনের গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এএসআই শামীমকে আটক করা হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের কথা শুনছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির খিলগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনও এ বিষয়ে কোনও কিছু জানতে পারিনি। জানতে পারলে জানাবো।

/এআরআর/এজে/এফএস/