শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে বিক্ষোভকারীদের হামলা

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর উল্লসিত বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন গণভবনে হামলা চালায়।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা গণভবন দখল করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করে এবং লুট করে নিয়ে যায়।

গণভবন থেকে আসবাব নিয়ে বেরি আসে জনতা ছবি: সাজ্জাদ হোসেন

সামাজিক যোগাযোগমাধ্যমে গণভবন থেকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাওয়ার ছবি ও ভিডিও দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, গণভবনের সভাকক্ষে বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্যে মেতেছে বিক্ষোভকারী জনতা। এ ছাড়া চেয়ার, সোফা, এসি, ফ্রিজ, লাইট, ফ্যান, ঘড়ি, কাগজ, কম্পিউটার, রাউটার, দেয়ালিকা এবং কাপড়চোপড় থেকে শুরু করে সবকিছু নিয়ে বের হয় তারা।