যে যা পেরেছে নিয়ে গেছে

সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় স্থাপনা, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা হচ্ছে।

সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের ভেতরে গিয়ে উল্লাস করতে দেখা গেছে অনেককে। আবার অনেককে ভেতর থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে উল্লাস করতে দেখা যায়। পরে তারা আসবাবপত্র লট করে নিয়ে গেছে।

বিক্ষোভকারীরা বলছে, ‌‘এটি তাদের জীবনে স্মরণীয় দিন। ‘৭১ সাল দেখিনি কিন্তু এই আন্দোলন দেখতে পেরেছি।’

কেন এ সামগ্রী নিয়ে যাচ্ছেন, একাধিকজনকে জিজ্ঞেস করা হলে তারা বাংলা ট্রিবিউনকে জানান, ‘স্মৃতি হিসেবে বাসায় রাখবো।’

ছবি: প্রতিবেদক