বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অব্যাহত রাখতে ছাত্র সংগঠনগুলোর ঐকমত্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালিয়ে নিতে ঐকমত্যে পৌঁছেছে ছাত্র সংগঠনগুলো। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক ছাত্রনেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বৈঠকসূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত বৈঠকে সমন্বয়কদের মধ্যে দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে সমন্বয়কদের পাশাপাশি ছাত্রদল, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন, খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্রশিবিরের শীর্ষনেতারা অংশ নেন।

বৈঠকে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র সংগঠনের নেতারা আন্দোলন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব সংগঠন ও দল মিলে এই আন্দোলন চালিয়ে নেওয়া হবে, বলে জানান একজন ছাত্রনেতা।

টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র সংগঠনের নেতারা।

বৈঠকে অংশ নেওয়া একজন সমন্বয়কের ভাষ্য, বৈঠকের মূল উদ্দেশ্য ক্যাম্পাসে অবস্থান, আগামী ১৫ আগস্টে সম্ভাব্য পরিস্থিতি, আন্দোলনে ছাত্রদের পাশাপাশি অন্যান্য দলের অংশগ্রহণ, সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ছাত্রদের মধ্যে চলমান লিয়াজোঁ কমিটির ৬ জন্য সদস্যও ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস রাত সোয়া ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, "এটা সবার সঙ্গে সবার সৌজন্য সাক্ষাৎ ছিল।"