সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আট জনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে দুদকের চিঠি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আট জনের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২১ আগস্ট) দুদক থেকে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

আসাদুজ্জামান খান কামাল ছাড়াও আরও যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- তার ছেলে শাফি মোদাচ্ছির, পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এই সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও বদলি বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তারা সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে বলে দুদক।