কালের কণ্ঠের সম্পাদক হলেন হাসান হাফিজ

কালের কণ্ঠের সম্পাদক হলেন বিশিষ্ট কবি, জ্যেষ্ঠ সাংবাদিক হাসান হাফিজ। মঙ্গলবার (২৭ আগস্ট) তিনি জাতীয় দৈনিকটির সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।

কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী আজ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন হাসান হাফিজ। 

উল্লেখ্য, হাসান হাফিজ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তিনি তৎকালীন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় যুক্ত হন। দীর্ঘ সাংবাদিক জীবনে তিনি দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টিভি, দৈনিক আমার দেশ, পাক্ষিক অনন্যা, হ্যাপিনেস টিভি ও কলকাতার সাপ্তাহিক দেশ-এ কাজ করেছেন।

সাংবাদিকতার বাইরে কবি হিসেবে খ্যাতি রয়েছে হাসান হাফিজের। মৌলিক ও সম্পাদিত মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৯০। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘এখন যৌবন যার’, ‘অবাধ্য অর্জুন’, ‘অপমানে বেজে উঠি’, ‘জলরেখায় শব্দজোড়’, ‘হয়তো কিছু হবে’, ‘রবীন্দ্রনাথ: দেশে ভাষণ’, ‘সত্যি সেলুকাস’, ‘ফুল পাখি নদীও বিপদে’ ইত্যাদি উল্লেখযোগ্য।