মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে চাইছে পুলিশ।
 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতে উপস্থিত করে পৃথক মামলায় তাদের এই রিমান্ডের আবেদন করা হয়। এ বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালতে শুনানি হবে।
 
এরমধ্যে সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাষানটেক থানায় করা মামলায় এই রিমান্ডের আবেদন করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস।
 
আর মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের বিরুদ্ধে গৃহপরিচারিকা লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন।
 
আরও পড়ুন:

‘ভারত সীমান্তে যাওয়ার সময়’ সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক 

শাহরিয়ার কবির গ্রেফতার