ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এসময় পত্রিকাটি ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করে।
শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারে জুমার নামাজের সময় থেকে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি— ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।
সরেজমিন ডেইলি স্টারের সামনে দেখা গেছে, গণঅধিকার পরিষদের নেতা তারেকের নেতৃত্বে ডেইলি স্টারের সামনের ফুটপাতে একদল অবস্থান নিয়েছে। তাদের ব্যানারে লেখা রয়েছে “ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, জোড়া গরু জবেহ”। এছাড়াও আগ্রাসনবিরোধী অন্যান্য স্লোগান সংবলিত প্লাকার্ড বহন করে বিক্ষোভকারীরা।
এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনেও একই ব্যানারে অনুরূপ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।