ফুলেল শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এর ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে আজ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠনের নেতারাও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।  

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি

সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন

শিক্ষার্থীদের শ্রদ্ধা

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় সাধারণ মানুষ

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

মহিলা পরিষদের শ্রদ্ধা

উনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের শ্রদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শ্রদ্ধা