দুদকের সামনে ফেসবুক লাইভ করে প্রতারণা, গ্রেফতার ৩

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে অভিযান, জরিমানা ও চাঁদাবাজির অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। দুদকের সামনে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করতে গিয়ে সোমবার (৬ জানুয়ারি) দুদকের এনফোর্সমেন্ট সদস্যদের হাতে গ্রেফতার হয় প্রতারকেরা। পরে ওই তিন প্রতারকসহ ১৪ জনের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

সোমবার বিকালে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, দুদকের কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দেওয়া প্রতারকদের আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের স্বীকারোক্তি রেকর্ড করে অজ্ঞাত আট আসামিসহ ১৪ জনের নামে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দুদকের হাতে গ্রেফতার হওয়া প্রতারকেরা হলো— কথিত ‘দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার’ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম সম্রাট, পরিচালক মো. রায়হান ওরফে সৈয়দ রায়হান ও নেত্রকোনার সাইফুল ইসলাম। 

এছাড়াও মামলার অন্য অভিযুক্তরা হলেন— পটুয়াখালীর বাসিন্দা সোলাইমান মুফতি, সিয়াম মাহমুদ মোবারক, হবিগঞ্জের রনি আহেমদ পায়েল এবং অজ্ঞাত পরিচয় আরও আটজন।