ফেসবুকে ভুয়া প্রশ্নফাঁসের বিজ্ঞাপন: আনন্দমোহন কলেজের শিক্ষার্থী গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁসের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে নাজমুল এহসান নাঈম নামে এক তরুণকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে ডিসি জানান, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে  ফেসবুকের একটি আইডি থেকে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটি অংশ পোস্ট করে অর্থের বিনিময়ে অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের জন্য প্রচারণা চালানো হচ্ছে। সেই পোস্টে দাবি করা হয়, মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন তাদের হাতে রয়েছে। যারা টাকার বিনিময়ে সেই প্রশ্ন সংগ্রহ করতে ইচ্ছুক, তাদের দ্রুত ইনবক্সে যোগাযোগ করার জন্য বলা হয়।

ওই পোস্টে উল্লেখ করা হয়, প্রশ্ন পেতে ১২ হাজার টাকা প্রদান করতে হবে। যার মধ্যে অগ্রিম ৬ হাজার এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাকি ৬ হাজার টাকা দিতে হবে। প্রশ্ন সংগ্রহের জন্য যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও পোস্টে দেওয়া হয়।

ডিবি সাইবার সূত্রে আরও জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির টিম দ্রুত এই ঘটনায় জড়িত প্রতারকের পরিচয় ও অবস্থান নিশ্চিত হয়। পরবর্তী সময়ে আজ দুপুরে ময়মনসিংহ সদর এলাকা হতে প্রতারক নাজমুল এহসান নাঈমকে গ্রেফতার করা হয়। 

ওই তরুণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি আরও জানায়, গ্রেফতার নাঈম ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে তার ফেসবুক পোস্টে মেডিক্যাল ভর্তি পরীক্ষার যে প্রশ্নের অংশ দিয়েছে তা ভুয়া। সে প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজটি করেছে।