কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন

লাইফ সাপোর্টে থাকা প্রয়াত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

বাবুল কাজী পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম কাজী সব্যসাচী।

এর আগে গত ১৮ জানুয়ারি ভোরে বনানীর নিজ বাসায় ওয়াশরুমে ধূমপানের জন্য লাইটার ধরানোর সময়ে আগুনের সূত্রপাত হয়। সেই আগুনে তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 
 
ওই দিন বাবুল কাজীর বোন খিলখিল কাজী সাংবাদিকদের জানিয়েছিলেন, বনানীর বাসায় শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে বাথরুমে লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং তার ভাইয়ের সারা শরীরে আগুন ধরে যায়। তার ধূমপানের অভ্যাস ছিল। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম বলেন, বাবুল কাজীকে দগ্ধ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় মারা যান তিনি। এর আগে তার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। তার সার্বিক চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল।

দাফন করা হবে মায়ের কবরের পাশে

বাবুল কাজীর মরদেহ বার্ন ইনস্টিটিউট থেকে  রাতে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হচ্ছে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাবুল কাজীর বনানীর বাড়িতে। আগামীকাল সোমবার বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।