রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পুলিশ বলছে তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্লবী থানাধীন বালুর ঘাট বারনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন— সাকিব (১৮), মো. ইয়াছিন (১৯), মো. শিমুল (২০), মো. সুজন (১৯) ও রাব্বী হাসান জয় (২০)। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে থানাধীন বালুর ঘাট বারনটেক এলাকার মামা ভাগিনা ভ্যারাইটিজ স্টোরের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদ পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর যৌথবাহিনীর একটি দল পল্লবী থানার পুলিশের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করে। টিমের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন দৌড়ে পালিয়ে যায়।
পল্লবী থানার এক কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ডাকাতি করার উদ্দেশে দেশীয় অস্ত্রসহ তারা একত্রিত হয়েছিল।
এ ঘটনায় পল্লবী থানায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। পলাতকদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।