আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রথমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ নিয়ে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা গেছে। অবশ্য বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন থাকায় শেষ পর্যন্ত বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রথম প্রহরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, যুক্তরাজ্য বিএনপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনও শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে।
এসময় আওয়ামী লীগ নেতা সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে তিনি মিডিয়ার সামনে বক্তব্য দিতে গেলে সেখানে নিরাপত্তাকর্মীরাও তাকে বাধা দেন।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির নেতারা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে গিয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন। সেখানে তারা এবছর শহীদ মিনার কমিটি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দেওয়ার দাবি জানান। দুদিন আগ থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় কাউন্সিল ও পুলিশ সমন্বিতভাবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নানা পদক্ষেপ নেয়।