এক লাখ টাকার চুক্তিতে বিমানের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। শনিবার (১৫ মার্চ) তাকে আটক করা হয়। ইয়াসিন আরাফাত (৩৪) নামে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহবাগ থানাধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। পরীক্ষার শুরুর দিকে কেন্দ্রের ৪র্থ তলার ৪০৫ নং কক্ষের সামনে ইয়াছিন আরাফাতকে (৩৪) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পরীক্ষার্থী পরিচয় দেন। কিন্তু তার কথা-বার্তা অসংলগ্ন হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে মূল পরীক্ষার্থী মাহবুবুর রহমানের (২৮) পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। আটক যুবকের সাথে এক লাখ টাকার চুক্তিতে প্রক্সি পরীক্ষা দিয়ে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় পাস করানোর জন্য চুক্তি হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং তার কাছ থেকে ১০ হাজার টাকাও জব্দ করে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে শাহবাগ থানায় ওই দুইজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।