ট্রেনের টিকিট পেতে চতুর্থ দিনের শুরুতেই দেড় কোটি হিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (১৭ মার্চ) ছিল অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন। সকাল ৮টায় বিক্রি শুরুর পর প্রথম ৩০ মিনিটেই রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ‘রেল সেবা’য় হিটের সংখ্যা ছাড়িয়েছে দেড় কোটি।

রেলওয়ের সূত্রে জানা গেছে, প্রথম ৩০ মিনিটে সারা দেশে মোট ৩০ হাজার ৮৩৪টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর জন্য বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৫৩টি টিকিট। আর সারা দেশের অন্যান্য ট্রেনের জন্য ১৭ হাজার ৪৮১টি টিকিট বিক্রি হয়েছে।

২৭ মার্চের যাত্রার জন্য ঢাকা থেকে ট্রেনের আসন সংখ্যা ৩৩ হাজার ১৯৯টি। সারা দেশের সব ট্রেন মিলিয়ে আসন সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ২৭৯টি।