যশোরের শাহীন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১৭ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তাদের দুজনের বিরুদ্ধে অনুসন্ধানে প্রায় ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। 

আক্তার হোসেন জানান, যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার যশোরের উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন। এছাড়াও তিনি ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকা সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। অবৈধ উপায়ে অর্জিত এ অর্থ ইচ্ছাকৃতভাবে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন। এজন্য তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, ফারহানা জাহান মালা স্বামী শাহীন চাকলাদারের সহায়তায় ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।