হাতিরঝিলে চাঁদাবাজির অভিযোগে প্যান্ডি হাসান গ্রেফতার

চাঁদাবাজির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে তুষারের’ প্রধান সহযোগী মো. হাসান ওরফে প্যান্ডি হাসানকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব-৩। সোমবার (১৭ সার্চ) সন্ধ্যায় হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার বড়ুয়া।

তিনি জানান, প্যান্ডি হাসান দীর্ঘদিন ধরে হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে করে আসছিল। এর আগে, ২৩ ফেব্রুয়ারি র‍্যাব-৩ ভাগ্নে তুষারকে গ্রেফতার করে। এরপর তার প্রধান সহযোগী হিসেবে প্যান্ডি হাসান সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। 

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-৩ অভিযান চালিয়ে প্যান্ডি হাসানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এবছরের ২১ জানুয়ারি হাতিরঝিল থানায় চাঁদাবাজির অভিযোগ মামলা করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার প্যান্ডি হাসানের বিরুদ্ধে হাতিরঝিল থানায় আরও দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। ভাগ্নে তুষার গ্রেফতারের পর সে এককভাবে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।