জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের দায়িত্বে মহিউল ইসলাম

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ৯৯৯-এ কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান বজায় রাখতে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।  

মঙ্গলবার (১৮ মার্চ) মতবিনিময় সভায় তিনি বলেন, ‘পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, পেশাদারত্বের মাধ্যমে ৯৯৯-কে সামনে এগিয়ে নিতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং সত্যিকারের ‘জনগণের পুলিশ’ হিসেবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

উল্লেখ্য, জাতীয় জরুরি সেবা ৯৯৯ বাংলাদেশ পুলিশের একটি অতি গুরুত্বপূর্ণ জরুরি সহায়তা সেবা, যা জনগণকে অগ্নিকাণ্ড, চিকিৎসা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিয়ে আসছে। অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলামের নেতৃত্বে ৯৯৯ আরও কার্যকর ও জনবান্ধব সেবায় পরিণত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।