ডিআইজি মোল্যা নজরুলসহ দুই পুলিশ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কারাগারে আটক থাকা উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম ও ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দফতরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রবিবার (২৩ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন পৃথক দুই আবেদনে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের মামলা ও তদন্তকাজ চলমান থাকায় এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। 

গত ১৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিআইপি মোল্ল্যা নজরুলকে সাময়িক বরখাস্ত করে।

নজরুলের নিষেধাজ্ঞা আবেদনে দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন উল্লেখ করেন, মোল্যা নজরুল ইসলাম একজন পাবলিক সার্ভেন্ট হয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৪ লাখ ১ হাজার ৮০৭  টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে একটি মামলা করা হয়েছে। আসামি মোল্যা নজরুল ইসলাম দেশ ছেড়ে বিদেশে পলাতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।