ঢাবি ক্যাম্পাসে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত

কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও 'লালযাত্রা' আয়োজন করছে নাট্য সংগঠন প্রাচ্যনাট।

485209753_678584791403315_5995238303987717268_nমঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে হাত মিলিয়ে, কণ্ঠে দেশের গান তুলে এ আয়োজনে অংশ নেন নাট্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

484544168_8573209899449130_8462558886944373860_nক্যাম্পাসের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ফুলার রোডের স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত এ যাত্রা হয়।

485574501_1392123445154356_995795043726572706_n‘একাত্তরের ২৫ মার্চ সেই কালরাতের শহীদদের স্মরণে ‘লালযাত্রা’ আয়োজন হয়েছে। “রক্তপথ-১৯৭১ সালের ২৫ মার্চ থেকে সাম্প্রতিক জুলাই গণহত্যা এবং প্যালেস্টাইনের গণহত্যার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবারের ‘লালযাত্রায়।’

485204321_629830530144509_5535384937946853546_n২০১১ সাল থেকে রাহুল আনন্দের ভাবনা ও পরিকল্পনায় প্রাচ্যনাট ‘লালযাত্রা’র সূচনা করেছিল।

484782230_1866103144146155_8630617958650132932_n

487162094_995346352736545_1364205934914170120_n

...