চব্বিশের শহীদ ও আহতদের পরিবারকে ঈদ উপহার দিলেন আমিনুল হক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে নগদ অর্থ  এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার (৩০ মার্চ) সকালে ঢাকার পল্লবীর ৫ নং ওয়ার্ড যুবদল নেতা শহীদ সানি ও আহত সোহেলের পরিবারকে নগদ অর্থ-ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী শহীদ পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল।

দুপুরে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আমিনুল হক। এছাড়াও তিনি অসহায় নারী-পুরুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন প্রমুখ।