ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা করবে রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পে বরাদ্দ গ্রহীতাদের বাড়ি নির্মাণের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। অন্যথায় বিধি মোতাবেক জরিমানা ও প্লট বরাদ্দ বাতিল করবে বলে জানিয়েছে রাজউক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পের সেক্টর নম্বর ১, ২, ৪, ৫ ও ৬ এ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪'র দুটি সাব-স্টেশনসহ বিদ্যুৎ সরবরাহ লাইন এবং ঢাকা ওয়াসার দুটি ডিপ টিউবয়েলসহ পানি সরবরাহের লাইন নির্মাণ করা হয়েছে।

বরাদ্দ গ্রহীতারা আবেদন করলে সংশ্লিষ্ট সংস্থা সংযোগ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বরাদ্দ গ্রহীতারা প্লটের ইজারা, লিজ দলিল রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (ভূমি, প্লট, স্পেস ও ফ্ল্যাট বরাদ্দ) বিধিমালা মোতাবেক বাড়ি নির্মাণ করতে হবে। আর বাড়ি নির্মাণ করতে না পারলে জরিমানা, প্লট বরাদ্দ বাতিল করা হবে।