উত্তরায় ঢাবির বাস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫

রাজধানীর উত্তরা আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক্ষণিকা’ বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশবার (এসি) সাদ্দাম হুসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা সারা রাত অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছি। ঘটনার সময় অসংখ্য মানুষ ছিলেন। তাদের মধ্যে অনেক টুকাইও ছিল। আমরা যে পাঁচ জনকে গ্রেফতার করেছি তারা ঘটনাস্থলে ছিল।’

কতজনের নামে মামলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে আমরা পাঁচ জনকে গ্রেফতার করেছি।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়ে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিতে ওই দিন রাতে উত্তরা পশ্চিমা থানায় গিয়ে সরাসরি কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।