ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির রেকর্ডপত্র দুদকে তলব

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির যাবতীয় নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর দুদকের উপ-পরিচালক রেজাউল করিমের দেওয়া চিঠিতে বলা হয়েছে, আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে এরইমধ্যে দুদক অনুসন্ধান শুরু করেছে।

বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর দেওয়া চিঠিতে বলা হয়েছে, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ রয়েছে। এ অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য সরবরাহের পর পর্যালোচনা একান্ত প্রয়োজন।

চিঠিতে যেসব রেকর্ডপত্র চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির শুরু থেকে শেষ অবধি যাবতীয় রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা এ সংক্রান্ত রেকর্ডপত্র। বিদ্যুৎ ক্রয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার। বর্ণিত বিষয়ে কোনও বিভাগীয় তদন্ত করা হয়েছে কিনা, হয়ে থাকলে তদন্ত প্রতিবেদনসহ বিস্তারিত তথ্য ও রেকর্ডপত্র।

চিঠির বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।