রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) এই অভিযান চালানো হয় এবং শুক্রবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্প-২ ও সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স মূলত ১৬ থেকে ২৮ বছরের মধ্যে এবং তারা নানা ধরনের অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে কেউ কেউ ছিনতাই, মাদকসহ অন্যান্য অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের প্রত্যেককে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এসি মেহেদী হাসান বলেন, অপরাধ দমন ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।