তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪

রাজধানীর তেজগাঁও বিভাগের ৬ থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি ও অভিযান ডিউটি পরিচালনা করে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। 
 
এরমধ্যে তেজগাঁও থানা ৩৪ জন, শেরেবাংলা নগর থানা ৪ জন, মোহাম্মদপুর থানা ৯ জন, আদাবর থানা ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩ জন এবং হাতিরঝিল থানা ১১ জনকে গ্রেফতার করেছে।
 
শনিবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
 
তিনি জানান, শুক্রবার (২ মে) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিকনির্দেশনায় সং‌শ্লিষ্ট জোনের এডি‌সি, এসি এবং থানার অ‌ফিসার ইনচার্জদের তত্ত্বাবধা‌নে তেজগাঁও বিভাগের ৬ থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম তাদের গ্রেফতার করে। 
 
ডিসি জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
 
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।