ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা

ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় সোমবার (৫ মে) অভিযান চালিয়ে চালিয়ে ২ হাজার ৩২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শুধু উল্টো পথে চলাচলের অভিযোগেই করা হয়েছে ১৫৮টি মামলা।

মঙ্গলবার (৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযানের সময় ২৭০টি গাড়ি ডাম্পিং এবং ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

উল্টো পথে চলাচল— যা প্রতিদিনই যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থান নিয়েছে। ঢাকা শহরের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি সব চালক ও যাত্রীদের উদ্দেশে আহ্বান জানিয়েছে, কেউ যেন উল্টো পথে না চলে এবং অননুমোদিত সড়কে প্রবেশ না করে। একই সঙ্গে ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে চলা এবং সড়কে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার অনুরোধও জানিয়েছে।

পুলিশ বলছে, ‘সভ্যতা একটি জাতির মেরুদণ্ড। তাই আইন মানার মধ্য দিয়েই সচেতন জাতি গঠনে এগিয়ে আসতে হবে সবাইকে।’