রিমান্ড শেষে কারাগারে পলক

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা থানার সুমন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

গত ২৩ এপ্রিল এ মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। এ আদেশের ভিত্তিতে বুধবার (৭ মে) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে দুই দিন জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে পলক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কারাগারে আটক রাখার আবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাত ৭টা ১০ মিনিটের দিকে বাড্ডা থানার মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে বাসায় ফিরছিলেন আব্দুল জব্বার সুমন (৩৮)। এ সময় অজ্ঞাত আসামিদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯ জনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন তার মা নাজমা বেগম। জুনাইদ আহমেদ পলক এ মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।