বজ্রপাতে প্রাণহানি এড়াতে পদক্ষেপ ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

বজ্রপাতে প্রাণহানি রোধ এবং নিহত ও আহতদের যথাযথ আর্থিক সহায়তার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ মে) মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কাউছারেরএর পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এই রিট দায়ের করেন।

রিটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ ছয় জনকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, বজ্রপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন গ্রামীণ অঞ্চলের কৃষক ও জেলেরা। অথচ কার্যকর কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ অবস্থায় হাওর এলাকায় বজ্রপাত আশ্রয়কেন্দ্র স্থাপন, তালগাছ রোপণ, আগাম সতর্কবার্তা ও মোবাইল এসএমএস সেবা চালুসহ সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, মানুষের জীবনের অধিকার সাংবিধানিক মৌলিক অধিকার। তাই বজ্রপাতে প্রাণহানি রোধে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে কার্যকর পদক্ষেপ নেওয়ার।